সীতাকুণ্ডের শীতলপুরে চাউল বোঝায় ট্রাক উল্টে নিহত ৩, আহত ৪

0

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে চাউল বোঝায় ট্টাক উল্টে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আজ শনিবার (২২ মে) সকাল সাড়ে ৫ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলকায় মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হচ্ছে মোঃ শরীফুল ইসলাম (৪৫), মোঃ সজিব (৩০) এবং আতিকুর রহমান (২৭)। তিনজনের বাড়ি নওগাঁ জেলায় বলে জানা গেছে।

জানা যায়, সকালে রংপুর থেকে চাউল বোঝায় একটি ট্রাক (ঢাকা মেট্টো ট- ১৬-৫৫ ১২) চট্টগ্রামে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলপুর নামক স্থানে মহাসড়কের উপর উল্টে রাস্তার পাশে স্ক্র্যাপ লোহার উপর গিয়ে পড়ে।

এসময় ট্রাকের উপর থাকা ৫ জনসহ ট্রাক চালক ও হেলপার আহত হয়। তাদের মধ্যে শরিফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে মোঃ সজিব ও আতিকুর রহমান মারা যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, চাউল বোঝায় একটি ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যায়, এ ঘটনায় আহতদের উদ্ধার করে আমরা চমেক হাসপাতালে প্রেরণ করি। নিহতের লাশ আইনী প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, সকালে সড়ক দূর্ঘটনায় আহত অবস্থায় ৬ জনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সজিব ও আতিকুর রহমান নামে দুইজন মারা যায়

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.