জুবায়ের সিদ্দিকী: চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়ায় গুলবাগ আবাসিক এলাকায় আবাসিক এলাকা সামাজিক ঐক্য পরিষদ একটি ব্যাতিক্রমি উদ্দ্যোগ নিয়েছে।
তাদের এলাকায় বাড়ী, প্লট, ফ্ল্যাট, দোকান মালিক ও বসবাসকারীর স্থানীয় বাড়াটিয়াদের কেউ মৃত্যুবরণ করলে, এই সংঘঠন মৃত ব্যাক্তির/ব্যাক্তিনির গোসল দেওয়া জন্য যাবতীয় সরঞ্জাম ঐক্য পরিষদ সরবরাহ করবে কোন টাকা ছাড়াই। সরঞ্জাম সমূহ যেমন- ১) গোসলের পর্দা ২) কাপনের কাপড় ৩) ন্যাপথালিন ৪)আতর ৫)আগরবাতি ৬) গোলাপজল ৭)মগ/বালতি ৮)সাবান ৯)স্ট্যান ফ্যান ১০) হ্যালোজেন লাইট ১১)বসার চেয়ার ইত্যাদি।
মানুষ মানুষের জন্য। এই উদ্দ্যোগ এলাকার বেশ প্রশংসনীয় হয়েছে।
সিটি নিউজ /এসআরএস