ক্রিকেটকে বিদায় জানাতে চান সেবাগ

0

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চাইছেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান বিরেন্দ্র সেবাগ। ক্রিকেটকে বিদায় জানিয়ে আগামী বছর অনুষ্ঠিতব্য মাস্টার্স চ্যাম্পিয়নস লিগে খেলবেন সেবাগ। এটি মূলত সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, দুবাই থেকে দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন সেবাগ।

বর্তমানে দুবাইয়ে রয়েছেন সেবাগ। সেখানে মাস্টার্স চ্যাম্পিয়ন্স কাপের লঞ্চিং প্রোগ্রামে ব্রায়ান লারা, গ্রায়াম স্মিথ ও আজহার মাহমুদের মতো সাবেক ক্রিকেটারদের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১২ বছরের আন্তর্জাতি ক্যারিয়ারে ১০৪ টেস্টে ২৩ সেঞ্চুরি ও ৩২ হাফসেঞ্চুরিসহ ৮,৫৮৬ রান করেছেন সেবাগ। এর মধ্যে দুটি ট্রিপল সেঞ্চুরিও রয়েছে। এ ছাড়া ২৫১টি ওয়ানডে ম্যাচে ১৫টি সেঞ্চুরিসহ করেছেন ৮,২৭৩ রান। এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.