প্রিমিয়ার লিগ স্থগিত করল বাফুফে

0

স্পোর্টস ডেস্ক : করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের হানায় অনেকটাই বিপর্যস্ত বাংলাদেশ। এমন অবস্থায় সারা দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। এবার লকডাউনের মধ্যেও প্রিমিয়ার লিগ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু হঠাৎই সে লিগ আবার স্থগিতের ঘোষণা দিয়েছে তারা।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত সোয়া ১টায় বাফুফের পাঠানো লিগ বন্ধের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে লিগ বন্ধের কারণ হিসেবে বর্তমান আবহাওয়াজনিত পরিস্থিতি, আগামী কয়েকদিনের আবহাওয়া রিপোর্ট এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থার কথাকে উল্লেখ করা হয়েছে।

করোনার কারণে কঠোর লকডাউন শুরু হলেও সূচিতে কিছুটা বদল এনে খেলা চালিয়ে নিচ্ছিল বাফুফে। শুক্রবার (২ জুলাই) মাঠে গড়ানোর কথা ছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচটি। কিন্তু বাফুফের পরিকল্পনায় বাঁধ সাধে বৃষ্টি।

ভারী বর্ষণে মাঠের অবস্থা খেলার অনুপোযোগী হয়ে পড়ে। আগের দুই দিন পিচ্ছিল ও কর্দমাক্ত মাঠে খেলা চালিয়েছিল দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। কিন্তু শেষ পর্যন্ত লিগ স্থগিতের সিদ্ধান্তই নিয়েছে তারা।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.