অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েও শাস্তির মুখে ব্রাজিলের ফুটবলাররা

0

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। রেকর্ড গড়ে স্বর্ণ জেতার পরও শাস্তি পেতে যাচ্ছেন ফুটবলাররা।

জানা গেছে, পুরস্কার গ্রহণের সময়ে ব্রাজিলের সরকারি ইউনিফর্ম পরেননি ফুটবলাররা। পরে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে ব্রাজিলের অলিম্পিক কমিটি ফুটবলারদের তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি দেশটির ফুটবল ফেডারেশনকেও একহাত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরস্কার নিতে যাওয়ার পরে ব্রাজিল ফুটবলারদের জানানো হয়েছিল, দেশের সরকারি ইউনিফর্ম পরেই পুরস্কার নিতে হবে। যে ইউনিফর্মের মূল স্পন্সর চীনা সংস্থা পিক স্পোর্টস। তবে ফুটবলাররা সেই কথায় কর্ণপাত না করেই নাইকের জার্সিতে হাজির হন। জ্যাকেট কোমরে বাঁধা ছিল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘অলিম্পিকে ব্রাজিল দলের স্পন্সরসহ অন্যান্য ক্রীড়াবিদদের স্বার্থ সুরক্ষিত রাখতে ব্রাজিল অলিম্পিক কমিটি কী ব্যবস্থা নেবে, তা প্রকাশ করা হবে।’
ফুটবলাররা জানান, তাদের দেশের ফুটবল সংস্থার কথা অনুযায়ীই তারা সব কিছু করেছে। পুরস্কার গ্রহণের সময়ে যে সরকারি ইউনিফর্ম পরতে হবে, সেটা তাদের জানানো হয়নি।
অলিম্পিকে পুরুষদের ফুটবল ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে স্পেনকে হারিয়ে স্বর্ণ জিতেছে ব্রাজিল। শনিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় রোমাঞ্চকর ম্যাচটিতে নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ১-১। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই কপাল পুড়েছে স্পেনের। ২-১ ব্যবধানে জিতে অলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে পেনাল্টি মিস, গোলের সহজ সুযোগ মিস কিংবা নিশ্চিত গোল খাওয়ার অবস্থা- প্রথমার্ধে সবই ছিল। শুরুতেই ব্রাজিলিয়ানরা পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি। নিশ্চিত সুযোগ পেয়েও গোল হয়নি। এমনকি স্পেনও নিশ্চিত সুযোগ পেয়ে গোল করতে পারেনি।
তবে, প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে, অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ম্যাথিয়াস চুনহা। বিরতির পর ম্যাচের ৬১তম মিনিটেই স্পেনকে সমতা এনে দেন মিকেল ওয়ারজাবাল। নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের ১০৮তম মিনিটে মাঝ মাঠ থেকে বলে পাস বাড়ান অ্যান্টনি। স্পেনের ডিফেন্সিভ হাফে বল পেয়ে যান ম্যালকম। তিনি এককভাবে বল নিয়ে এগিয়ে যান এবং বাম প্রান্তের দুরহ কোন থেকে বাম পায়ে দুর্দান্ত এক শট নেন। যেটি গিয়ে আশ্রয় নেয় স্পেনের জালে। ২-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.