যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন জো বাইডেন

0

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বলে জানিয়ে দিলেন বর্ষিয়ান রাজনীতিক ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্রেট পার্টির এ রাজনীতিক জানিয়েছেন, চলতি বছরের শুরুতে তার ছেলের মৃত্যুর পরও পুরো পরিবার প্রস্তুত ছিল। কিন্তু এখন তার সময় শেষ হয়ে গেছে।

বুধবার (২১ অক্টোবর) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এ বিষয়ে বক্তৃতা করছিলেন বাইডেন। হোয়াইট হাউসে ওঠার দৌঁড়ে বাইডেন নামছেন না বলে জানানোয় কার্যত সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ডেমোক্রেট প্রার্থিতা আরও সংহত হয়ে গেল।

হিলারির ‘বিকল্প’ হিসেবে ৭২ বছর বয়সী এ রাজনীতিককে মাঠে নামার জন্য ডেমোক্রেট দলীয় রাজনীতিকরা জোরালো স্বরে আহ্বান জানাচ্ছিলেন। কিন্তু তিনি না করে দিলেন। তবে বাইডেন বলছেন, ‘আমি নির্বাচনে লড়ছি না। কিন্তু চুপও থাকছি না।’

তিনি বলেন, ‘আমার ইচ্ছে, আমি স্পষ্ট ও সংহতভাবে আমাদের দলীয় অবস্থান নিয়ে কথা বলবো। কথা বলবো জাতি হিসেবে আমাদের কোথায় যেতে হবে সে বিষয়ে।’ এসময় বরাবরের মতো হিলারিকে খোঁচা দেন বাইডেন। তিনি বলে দেন, ‘রিপাবলিকানদের শত্রু বলে হিলারি যে কথা বলেছেন তা ভুল।’

বাইডেনের এ বক্তৃতাকালে তার সঙ্গে ছিলেন স্ত্রী জিল বাইডেন ও প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.