বাঁশখালী পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

0

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসুচী গ্রহন করেন। জাতীয় শোক দিবসের খতমে কোরআন, দোয়া মাহফলি ও আলোচনা সভা বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জলদী বাইঙ্গাপাড়া (বাঁশখালী বড় মাদ্রাসার) সাবেক মুহতামিম নুরুল হক সুজিসরের মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফেিল উপস্থতি ছিলেন,বাঁশখালী পৌরসভার কাউন্সিলর দিলীপ চক্রর্বতী, প্যানেল মেয়র দেলোয়ার হোসেন,কাউন্সিলর জমশেদ আলম, কাউন্সলির আজগর হোসনে, কাউন্সলির তপন বড়ুয়া সংরক্ষতি মহলিা কাউন্সলির রোজিয়া সোলতানা, নারগিস আক্তার,রুজিনা আক্তার, সহ পৌর র্কমর্কতা র্কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ১৯৭৫ সালরে ১৫ আগস্টে জাতরি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীর, রক্তের অক্ষরে লেখা ১৫ আগস্ট। জাতির জনকের স্বপ্ন ছিল এদেশ কে সোনার বাংলাদেশে পরিনত করবে । সে স্বপ্ন বাস্তবায়ন করছে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে পৌরসভা আওয়ামীলীগ ও পৌরসভার যৌথ উদ্যোগে রুঙ্গিয়াঘোনা মাদ্রাসায় প্যানেল মেয়র দেলোয়ার হোসেন এর উদ্যাগে খতমে কোরআন ও দোয়া মাহফিল, শিব মন্দিরে কাউন্সিলর দিলীপ চক্রর্বতীর উদ্যাগে প্রসাদ বিতরণ করা হয়।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.