উগান্ডা ২০০০ আফগান শরণার্থী নিচ্ছে

0

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবান দখলের পর বিপুল সংখ্যক মানুষ দেশটি ছাড়তে শুরু করেছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন দেশকে আফগান শরণার্থীদের আশ্রয় দিতে অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র। সেই অনুরোধে সাড়া দিয়ে সাময়িকভাবে দুই হাজার আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা।

দেশটির সরকার মঙ্গলবার (১৭ আগস্ট) শরণার্থী নিতে সম্মত হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

উগান্ডার ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও শরণার্থীবিষয়ক মন্ত্রী ইসথার আনইয়াকুন দাভিনিয়া জানিয়েছেন “গতকাল (সোমবার) প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনিকে আফগান শরণার্থী নিতে অনুরোধ করে যুক্তরাষ্ট্র সরকার। এতে সায় দিয়ে দুই হাজার শরণার্থী নিতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট মুসেভেনি।”

ওই শরণার্থীরা উগান্ডায় তিন মাস থাকবেন। এরপর যুক্তরাষ্ট্র তাদের অন্যত্র থাকার ব্যবস্থা করবে বলে জানান তিনি।

তবে আফগান শরণার্থীরা উগান্ডায় কবে পৌঁছাবে, তা জানা যায়নি।

সংঘর্ষ থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে উগান্ডা।

দেশটিতে এ মুহূর্তে ১৪ লাখ শরণার্থী বাস করছে, যাদের বেশির ভাগই দক্ষিণ সুদানের।

আফগানিস্তানে তালেবান দখলের পর বিপুল সংখ্যক মানুষ দেশটি ছাড়তে শুরু করেছে রয়টার্স

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.