গণমাধ্যমের দলবদলের অহেতুক গুঞ্জনে বিরক্ত রোনালদো

0

স্পোর্টস ডেস্ক : অবশেষে মুখ খুললেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুমে য়্যুভেন্তাস ছেড়ে আপাতত তার কোথাও যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোন ক্লাবের সঙ্গে দলবদল বিষয়ে কথাও হয়নি বলে জানান সিআর সেভেন। গণমাধ্যমের এসব অহেতুক গুঞ্জনে বেশ বিরক্তিও প্রকাশ করেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার।

বিভিন্নি ক্লাবের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবিতে গেল কয়েক দিন ধরে সয়লাব সামাজিক মাধ্যম। এগুলোকে পুঁজি করে রসাত্মক সংবাদও প্রকাশ করেছে দেশ-বিদেশের গণমাধ্যম। য্যুভেন্তাসের সঙ্গে চুক্তি থাকা অবস্থাতেই সিআর সেভেনকে কেউ পাঠিয়েছেন পিএসজি! কেউ আবার ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডে।

পর্তুগিজ তারকাকে ঘিরে দলবদলের বাজারে সবচেয়ে বেশি জল ঘোলা হয়েছে পিএসজিকে কেন্দ্র করে। কিলিয়ান এমবাপ্পে হঠাৎই প্যারিস ছাড়ার আগ্রহ প্রকাশ করলে তার জায়গায় রোনালদোকে বসিয়ে সংবাদ প্রকাশ করে ইউরোপের গণমাধ্যম। যদিও কিলিয়ানের বিষয়টি এখনো নিশ্চিত নয়। এসব নিয়ে এতদিন চুপ থাকলেও এবার প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদো।

তিনি বলেন, ‘গেল কয়েক দিন ধরে যেসব গুঞ্জন তা আমাকে ব্যথিত করেছে। এটা আমার জন্য অবশ্যই অসম্মানের। এভাবে অপপ্রচার চালানো ঠিক হয়নি। আমার ভবিষ্যৎ কি, কোথায় যাবো – এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার একান্ত আমার। আপাতত এটা নিশ্চিত করতে চাই আমি য়্যুভেন্তাসেই থাকছি। কোন ক্লাবের সঙ্গে আমার দলবদল বিষয়ে কথা হয়নি।’

ম্যানচেস্টার ইউনাইটেড এসে তারকা খ্যাতি পাওয়া রোনালদো সফলতার সর্বোচ্চ শিখরে উঠেন রিয়াল মাদ্রিদের ৯ বছরের ক্যারিয়ারে। যদিও লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে সম্পর্কের শেষ অধ্যায়টা মোটেও ভালো ছিল না তার। তারপরও এই ক্লাবটার প্রতি রনের সীমাহীন ভালোবাসা। আবেগ আর অনুভূতিটাও আছে আগের মতো। ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার সম্পর্ক কেমন সেটা রেকর্ডের দিকে তাকালেই দেখতে পাবেন। এটা কোন শব্দ বা সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না। নয় বছরের পথচলা কতটা মধুর ছিলো সেটা সবারই জানা। এখনো রিয়ালের প্রতি আমার ভালোবাসা সেখানেই আছে। ঠিক তেমনিভাবে রিয়াল ভক্তরাও আমাকে দেখেন।’

প্রতিভার সঙ্গে পাল্লা দিয়ে নিজের পরিশ্রমকে পুঁজি করে কিভাবে কিংবদন্তি হতে হয় তার নিদারুণ উদাহরণ বর্তমানে ক্রিস্টিয়ানোর চেয়ে নেই দ্বিতীয়টি। ৩৬ বছর বয়সেও তার খেলোয়াড়ি সামর্থ্যে হতবাক ফুটবল বিশ্ব। এখনও তার ধ্যান-জ্ঞান আর সাধনার পুরোটা জুড়ে শুধুই মাঠের ফুটবল। ‘যারা আমাকে চেনেন, তারা জানেন কাজ নিয়ে আমি কতটা সিরিয়াস। কথার চাইতে পরিশ্রমটাই আমার কাছে সব সময় প্রাধান্য পেয়েছে। আমার ফোকাস সব সময় ক্যারিয়ারের দিকে ছিলো, এখনও আছে। আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং তার জন্য প্রস্তুত থাকি।’

য়ুভেন্তাসের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তি শেষ হবে এ মৌসুমেই। তার পরবর্তী ঠিকানা নিয়ে এখনই হিসাব মেলানো ঠিক হবে না। কারণ ৩১ আগস্ট আসতে এখনও বাকি বেশ কয়েক দিন!

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.