চট্টগ্রামে করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬ জন

0

সিটি নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৩০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের ১০টি  ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০৬ জনের মধ্যে করোনা পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১৬৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ২২ শতাংশ।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিভিন্ন উপজেলার মধ্যে লোহাগড়া ৪, সাতকানিয়ায় ১, বাঁশখালী ১, আনোয়ারায় ৫, চন্দনাইশে ৫, পটিয়ায় ৩, বোয়ালখালীতে ২৭, রাঙ্গুনিয়ায় ২৪, রাউজানে ১৮, ফটিকছড়িতে ১২, হাটহাজারীতে ২৭, সীতাকুণ্ডে ৭, মিরসরাইয়ে ৫ ও সন্দ্বীপে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ২৬৮ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭১ হাজার ৬৩৪ জন। বাকি ২৬ হাজার ৬৩৪ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৪ জন নগরের বাসিন্দা, বাকি ৩ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৮০ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫২৩ জন।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.