আইনশৃঙ্খলা পরিস্থিতি যারাই বিঘ্ন ঘটাবে তাদের দমন করা হবে – সরাষ্ট্রমন্ত্রী

0

টাঙ্গাইল প্রতিনিধি  :    টাঙ্গাইল হাসপাতালে ‘বন্দুকযুদ্ধে’ আহত র‌্যাব সদস্যকে বৃহস্পতিবার দেখতে গিয়ে সরাষ্ট্রমন্ত্রী  বলেন যারাই  আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাবে তাদেরই দমন করা হবে।

মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার গুগড়া ইউনিয়নের মইশা গ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হন। তারা ‘চরমপন্থি’ দলের সদস্য বলে র‌্যাব কর্মকর্তারা বলছেন।

ওই ঘটনায় এসআই মনিরুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছিলেন বলে র‌্যাব জানিয়েছে। মনিরুলকে দেখতে দুপুর ১টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি সাংবাদিকদের বলেন, “জঙ্গি, চরমপন্থি যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাবে তাদের দমন করা হবে। এদেশে জঙ্গিবাদের উত্থান হতে দেওয়া হবে না।”

এসময় পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনিরুলের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.