কক্সবাজারে প্রাক্তন ইউপি সদস্যসহ তিনজন অপহৃত

0

সিটিনিউজবিডি : কক্সবাজারের ঈদগড় থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক প্রাক্তন সদস্য ও তার ছেলেসহ তিনজনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার সকাল ৭টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগড় ঢালার কালভার্ট এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে অপহৃতদের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অপহৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য আবু তৈয়ব, তার ছেলে আবু বক্কর সিদ্দিক ও তাদের আত্মীয় শাহ আলম।

ঈদগড় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (আইসি) মোহাম্মদ ইউসুফ জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক আত্মীয়কে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ফিরছিলেন প্রাক্তন ইউপি সদস্যসহ তিনজন। অ্যাম্বুলেন্সটি ঈদগাঁও-ঈদগড় সড়কের ঈদগড় ঢালায় পৌঁছালে সন্ত্রাসীরা গতিরোধ করে ইউপি সদস্য আবু তৈয়ব, তার ছেলে আবু বক্কর সিদ্দিক ও শাহ আলমকে অপহরণ করে নিয়ে যায়। তবে অ্যাম্বুলেন্স, চালক ও রোগীকে রেখে যায়।

তিনি আরো জানান, কি কারণে অপহরণ করা হয়েছে কিংবা কারা অপহরণ করেছে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাদের উদ্ধারে অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.