সকল নাগরিকের সমান অধিকার- মেয়র রেজাউল করিম

পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময়

0

সিটি নিউজ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন,সংখ্যালঘু মনে করে নিজেকে কেউ দুর্বল ভাববেন না।এদেশে সকল নাগরিকের সমান অধিকার ভোগ করে।আপনার যেমন একটি ভোট,আমারও তেমনি একটি ভোট।আপনার যেমন সম্পদ ক্রয়-বিক্রয়ের অধিকার,আমারও ঠিক তেমনি।বঙ্গবন্ধু এই দেশটি স্বাধীন করেছিল একটি অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে।যারা ধর্মে ধর্মে বিদ্বেষ ছড়াতে চায় এদেশের জনগণ তাদের পছন্দ করে না।আমরা সকলে মিলে এই দেশটার উন্নতি করতে চাই।এজন্যে সবচেয়ে যোগ্য এবং নিরাপদ হল আওয়ামীলীগ সরকার।
মাননীয় প্রধানমন্ত্রী করোনার সংক্রমন ঠেকিয়ে আমার জীবন এবং স্বাস্থ্যের সুরক্ষা করতে চান।
নগরীর পাচলাইশ,খুলশী,ডবলমুরিং ,পাহাড় তলী,হালিশহর থানার আওতাধীন সকল পুজামন্ডপ সমুহের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম এর উদ্যোগে নগরীর লেডিস ক্লাবে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান নির্বাহী সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ।পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক নেতা দেবাশীষ নাথ দেবুর পরিচালনায় আলোচনায় অংশ নেন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আতিকুর রহমান,শেখ সরওয়ার্দী,সুরথ কুমার চৌধুরী,ওয়ার্ড কাউন্সিলার আনজুমান আরা বেগম,মোহাম্মদ ওয়াসিম উদ্দিন,আবুল হাসনাত বেলাল,সুকুমার রায়,বাবু তমাল শর্মা চৌধুরী,নান্টু চৌধুরী,লিখন দেব নাথ,খোকন দেব নাথ,বাবলু দাশ,জনি শীল শিবু,স্টালিন দে,যিশু নাথ,দীনবন্ধু দাসগুপ্ত,নান্টু চৌধুরী,সুমন কান্তি নাথ,দেবাশীষ মজুমদার,পুজন লোধ,সবল চৌধুরী,কৃষন্ কান্তি ধর,বিষনু কান্তি,সুমন দান প্রমুখ।এসময় নেতৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য নেছার আহমেদ,শেখ নাছির আহমেদ,দেলোয়ার হোসেন দেলু,হোসেন সরওয়ারদী মহানগর ছাত্রলীগ সহ সভাপতি নাজমুল হাসান রুমি।
আলোচনা সভার শেষে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিগণ আগত সকল মন্ডপ কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদকের কাছে দুর্গাপুজার উপহার স্বরুপ অনুদানের প্যাকেট তুলে দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.