তাজিয়া মিছিলকে ঘিরে চট্রগ্রামে নিরাপত্তা জোরদার

0

সিটিনিউজবিডি : পবিত্র আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিলিছকে ঘিরে নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেসব এলাকা থেকে তাজিয়া মিছিল বের হবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকা থেকে ৭টি তাজিয়া মিছিল বের হবে। এসব এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ফোর্স দায়িত্ব পালন করছে।

সূত্র জানায়, নগরীর চকবাজার, খুলশী, বায়েজিদ, আকবর শাহ, সদরঘাট, বাকলিয়া ও হালিশহর এলাকা থেকে তাজিয়া মিছিলগুলো বের হবে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাশ ভট্টাচার্য বলেন, নগরীর সাতটি এলাকা থেকে তাজিয়া মিছিল বের হবে। এসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় নিয়মিত পুলিশের পাশাপাশি অতিরিক্ত ফোর্স কাজ করছে বলে জানান তিনি।

এদিকে পুলিশের পাশাপাশি টহলে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা। তাদের শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে।

বিজিবি দক্ষিণ পূর্বাঞ্চলের কমান্ডার লে. কর্নেল নাছির উদ্দিন একরাম বলেন, আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, দুর্গাপূজা এবং আশুরা উপলক্ষ্যে আগে থেকেই বিজিবি সদস্যরা মাঠে রয়েছে। খেলা শেষ না হওয়া পর্যন্ত বিজিবি সদস্য টহলে থাকবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.