হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ইইউ’র

0

আন্তর্জাতিক ডেস্ক : আশুরায় শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে বোমা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এ ঘটনার নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বৈশ্বিক জোট ইইউ।

ইইউ’র বাংলাদেশ আবাসিক প্রতিনিধি ও রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু রবিবার সকালে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে বলেন, ‘পবিত্র আশুরার দিনে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে বোমা হামালার ঘটনা নিন্দনীয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং তার স্বজনদের প্রতি দুঃখ ও সমবেদনা প্রকাশ করছি।’

শক্ত ভাষায় রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, ‘আমি আশা করছি, বাংলাদেশের সরকার এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সর্বশক্তি প্রয়োগ করবে, যাতে সহজেই প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা যায় এবং সুবিচার নিশ্চিত হয়।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.