শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

0

সিটিনিউজবিডি : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতামূলক হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসঙ্গে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধাজ্ঞা জারি করা হয়েছে।

বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার জানান, আজ সোমবার সকাল ১০টা থেকে বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, নাশকতার ঘটনা ঘটতে পারে এবং দুর্বৃত্তরা বিস্ফোরক কোনো কিছু নিয়ে বিমানবন্দরে আসতে পারে, যা মেটাল ডিটেক্টরে ধরা পড়বে না- গোয়েন্দা কর্মকর্তারা আমাদের এমন তথ্য দিয়েছেন। তাই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে নাশকতামূলক ঘটনা ঘটতে পারে বলে তথ্য পেয়েছি। এ কারণে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বিমানবন্দরে যাতায়াত করা দেশি ও বিদেশি যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.