ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ২৫ সেনা সদস্য নিহত

0

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের আনবার প্রদেশে নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ২৫ সদস্য। আহত হয়েছেন ৩৪ জন।
দু’টি ট্রাকভর্তি বিস্ফোরক নিয়ে রবিবার ঘাঁটিতে আত্মঘাতী হামলা করা হয়। প্রাদেশিক নিরাপত্তা বাহিনী এমনটি জানিয়েছে।

আনবার প্রদেশে আইএসের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে লড়াই করছে ইরাকী নিরাপত্তা বাহিনী ও প্যারামিলিটারি ইউনিটস (হাশদ সাবি)। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তকর্মী সিনহুয়াকে জানান, রামাদির আলবু ইথা এলাকায় প্রথম হামলায় নিহত হন ১৫ সেনা। আহত হন ২৭ জন। দ্বিতীয় হামলায় ফালুজার আলবু আজিজ এলাকায় সেনা ও প্যারামিলিটারি সদস্যসহ মারা যান ১০ জন। আর গুরুতর আহত হন সাতজন।

আত্মঘাতী হামলা করেই থেমে থাকেনি আইএস। সঙ্গে গোলাবর্ষণ করেছে নিরাপত্তা বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে। প্রাদেশিক নিরাপত্তা বাহিনী জানায়, সংঘর্ষে বেশ কয়েকজন আইএস সদস্যও নিহত হয়েছে। যদিও কতজন নিহত হয়েছে তা এখনো পরিষ্কার নয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.