চট্রগ্রামের মাঠে চট্রগ্রাম ফাইনালে

0

স্পোর্টস ডেস্ক: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর ফাইনালে উঠেছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। এমএ আজিজ স্টেডিয়ামে  মঙ্গলবার(২৭-১০-২০১৫) সন্ধ্যায় প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের ডি স্পিঙ্গার বাজান ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে আবাহনী।

গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ম্যাচ শুরুর ২৪ মিনিটে আবাহনীর পক্ষে এমিলির হেডে প্রথম গোলটি করেন থমাস। এরপর ৫৮ মিনিটে ঠান্ডা মাথায় দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন এলিটা কিংসলে। ৭৯ মিনিটে বাজান দল ফাউলের বিপরীতে পাওয়া ফ্রি কিক থেকে আবাহনীর আত্মঘাতী গোলটির দেখা পায়। থমাসের হেডে গোলটি হলেও জমা হয় বাজান’র হাশিমির ঝুলিতে।

তবে ব্যবধান বাড়ানোর অপেক্ষা দীর্ঘ হয়নি স্বাগতিকদের। ৮৯ মিনিটে একক প্রচেষ্টায় বাজান’র রক্ষণভাগের খেলোয়াড়দের বাধা পেরিয়ে নিজের দ্বিতীয় গোলটি উপহার দেন এলিটা। তখন কি আর দর্শকের উল্লাসে বাঁধ মানে? বাদ্যের তালে তালে গ্যালারিতে হাজার হাজার দর্শক নেচে, গেয়ে, লাল-সবুজের পতাকা নাড়িয়ে জয় উদযাপন করে।চট্রগ্রামের মাঠে চট্রগ্রাম ফাইনালে

চট্টগ্রাম আবাহনীর কোচ শফিকুল ইসলাম মানিক সোমবার সংবাদ সম্মেলনে বলেছিলেন, জাহিদকে যদি প্রতিপক্ষ পাহারা দিয়ে রাখে তবে অন্য কেউ জ্বলে উঠবেন। তার কথাই যেন সত্যি হলো এলিটার ক্ষেত্রে। দর্শকরা মনে রাখবেন দলের ত্রাণকর্তা রাসেল মাহমুদকেও।

ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন চট্টগ্রাম আবাহনীর এলিটা কিংসলে। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ সময় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ক্রীড়াসংগঠক তাপস ধর, মুহাম্মদ ইবরাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা মোহামেডান মুখোমুখি হবে ভারতের টপ ফেভারিট কিংফিশার ইস্টবেঙ্গলের। এটিকে দুই বাংলার লড়াই হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা। এর মধ্যে যারা জিতবে তাদের সঙ্গে শুক্রবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের ফাইনাল লড়াই হবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় চট্টগ্রাম আবাহনী আয়োজিত এ টুর্নামেন্টে পাঁচটি দেশের আটটি দল অংশ নিয়েছে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সাইফ পাওয়ারটেক। প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.