সুন্দরবন নদীতে কয়লা বোঝাই কার্গো ডুবি

0

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের পশুর নদীতে এবার কয়লা বোঝাই কার্গোজাহাজ ডুবির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে মংলায় নির্মানাধীর সাইলোর কাছে ৫শ’ ১০ কয়লা নিয়ে তলাফেটে মাদার ভ্যাসেল জি আর রাজ নামে কার্গো ডুবে যায়।

মংলা থানার জয়মনির ঘোল নৌ-টহল ফাঁড়ির ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম জানান, জি আর রাজ নামের কার্গো জাহাজটি ৫শ ১০ টন কয়লা নিয়ে মংলা বন্দরের হারবাড়িয়া থেকে খুলনায় যাওয়ার পথে মঙ্গলবার রাত ১০টার দিকে কার্গোটির তলা ফেটে ডুবে যায়। কার্গোতে থাকা নাবিকসহ ৯ জন স্টাফ নিরাপদে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

এরআগে, গত বছরের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ওটি নর্দান-৭ ডুবির ঘটনা ঘটে। এর কয়েক মাস পর সুন্দরবনের শরনখোলা রেঞ্জের ভোলা নদীতে সারবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.