সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত

0

সিটিনিউজবিডি : বাংলাদেশের সিলেট ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে আজ ভোরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ২৪১ কিলোমিটার পূর্ব- উত্তরপূর্বে বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোর ৪টা ১৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

ভারতের আসামের হাইলাকান্দি শহর থেকে সাত কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮। ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

সিলেটে কয়েক সেকেন্ড কাঁপুনি হলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে খবর পাওয়া যায়নি। ভারতের আসাম, মেঘালয় এবং আশেপাশের এলাকাতেও এই ভূমিকম্পে ক্ষয়্ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তের কাছে ডাউকি ফল্ট এবং ইউরেশিয়া-ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থলের অবস্থান হওয়ায় এ অঞ্চল অত্যন্ত ভূমিকম্পপ্রবণ বলে বিবেচনা করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.