চট্রগ্রামে আজকের অনুষ্টান

0

সিটিনিউজবিডি :

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট:
চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও কলকাতা ইস্টবেঙ্গলের মধ্যকার ফাইনাল খেলা সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এম এ আজিজ স্টেডিয়ামে।

ফিজিক্স অলিম্পিয়াড:
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে ফিজিক্স অলিম্পিয়াডের ষষ্ঠ আসরে দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক পরীক্ষা সকালে প্রেডিডেন্সি স্কুলে, অনুষ্ঠানের উদ্বোধন দুপুরে চমেক শাহ আলম বীর উত্তম মিলনায়তনে।

রেডিসন ব্লু :
মজাদার খাবারের পসরা নিয়ে ‘হ্যালোইন এট ব্লু ’ সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত রেডিসন ব্লু তে।

মৃত্যুবার্ষিকী:
চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য আমির হোসেন দোভাষের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বিকেল পাঁচটায় প্রিয়া কমিউনিটি সেন্টারে।

সেমিনার:
ত্রৈমাসিক পত্রিকা প্রকৃতি’র উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক সেমিনার বিকেল চারটায় প্রেসক্লাব মিলনায়তনে।

জলাশয় ও জলাধার রক্ষা কমিটি:
কর্ণফুলী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন বিকেল তিনটায় অভয়মিত্র ঘাটে।

চিত্র প্রতিযোগিতা:
নগরীর ১০টি আর্ট স্কুলের ৭০০ শিশুশিল্পীর অংশগ্রহণে দুই দিনব্যাপী ২১তম চিত্র প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজ হলে।

লায়ন্ত জেলা ৩১৫ বি-৪:
ডায়াবেটিক অ্যাওয়ার্নেস শীর্ষক সেমিনার সন্ধ্যা ছয়টায় ডিসি হিলে নজরুল মঞ্চে।

হজযাত্রী কল্যাণ পরিষদ:
হজ পরবর্তী জরুরি সভা বিকেল পাঁচটায় স্টেশন রোডে হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল মিলনায়তনে।

জাতীয় পার্টি ও ১৪ দল:
সমন্বয় সমাবেশ বিকেল তিনটায় ইপিজেডে বে-শপিং সেন্টারের সামনে।

প্যারেন্টস লাউঞ্জ:
নগরীর বয়োবৃদ্ধ বাবা মায়েদের জন্য সন্তানদের পক্ষ থেকে প্রতিষ্ঠা করা প্যারেন্টেস লাউঞ্জের উদ্বোধন সন্ধ্যা সাতটায় জামালখানে।

নির্মাণ আবৃত্তি অঙ্গন:
আবৃত্তি অনুষ্ঠান সন্ধ্যা ছয়টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে।

কথক নাট্য সম্প্রদায়:
নাটক ‘মুচিরাম গুড়’ মঞ্চায়ন সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউটে।

প্রয়াস:
৩ জন মুমূর্ষ রোগীর উন্নত চিকিৎসার্থে আর্থিক অনুদান প্রদান বিকেল চারটায় নাসিরাবাদে সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মরহুম সামসুল আলম চৌধুরীর বাসভবনে।

গুরুপূর্ণিমা:
জয় মহাপ্রভু সেবক সংঘের উদ্যোগে গুরুপূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী আয়োজন দুপুর দুইটায় জে এম সেন হল প্রাঙ্গণে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.