চোখের ক্ষতি করে আইলাইনার

0

লাইফস্টাইল ডেস্ক : আপনি কি আইলাইনার দিয়ে চোখ হাইলাইট করতে ভালবাসেন? আপনার কিন্তু সাবধান হওয়া উচিত। কারণ সম্প্রতি একটা নতুন গবেষণা থেকে জানা যাচ্ছে আপনি যদি চোখের নীচের পাতার ভেতরে আইলাইনার লাগান তাহলে আপনার চোখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

গবেষণা থেকে জানা গেছে চোখের ভিতরে লাগানো আইলাইনারের কণা ধীরে ধীরে চোখের মধ্যে চলে যায়। আমাদের চোখের ওপরে একটা স্বচ্ছা পর্দা আছে যাকে আমরা টিয়ার ফিল্ম বলি। আইলাইনারের ছোট ছোট অংশ এই টিয়ার ফিল্ম-এ গিয়ে জমা হয়।

আইলাইনার সাধারণত মোম, তেল, সিলিকন আর প্রাকৃতিক আঠা (এর সাহায্যে আইলাইনার চোখের পাতায় আটকে থাকে) দিয়ে তৈরি হয়।

চোখের ভিতর আইলাইনার জমা হওয়ার ফলে আপনার চোখের বিভিন্ন সমস্যা হতে পারে। যেমন চোখ লাল হয়ে যাওয়া, চোখ কড়কড় করা,বিভিন্ন চোখের ইনফেকশন এবং অনেক ক্ষেত্রে ব্লার্ড ভিশনের সমস্যা হতে পারে। এমনকি যারা চোখে কনট্যাক্ট লেন্স পরেন তাদেরও এই সব সমস্যা হতে পারে। তাই আইলাইনার ব্যবহার করুন, কিন্তু চোখের ক্ষতি না করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.