চন্দনাইশের কালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0

চন্দনাইশ প্রতিনিধি  :  চন্দনাইশের আলোড়ন সৃষ্টিকারী ক্রীড়া প্রতিযোগিতা ২ নভেম্বর সোমবার মধ্যম চরবরমাস্থ শঙ্খনদীর নতুন চর মাঠে শহীদ আবুল কালাম কন্ট্রাক্টর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে। ২ নভেম্বর সোমবার অনুষ্ঠিত এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বাঁশখালী বানীগ্রাম-তুলাতলী ফুটবল একাদশ ও কেশুয়া খেলোয়াড় কল্যাণ সমিতি চন্দনাইশ। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়ার সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁইয়া। ম্যাচের উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও শহীদতনয় মাহবুবুর রহমান শিবলী। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চন্দনাইশ ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া, বরমা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী শাহাদাৎ হোসেন জসিম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজ আহমদ, মাস্টার শের আলী, আবুল কালামের পিতা ফজল আহমদ, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা অশোক বড়–য়া, আওয়ামীলীগ নেতা আবু হেনা ফারুকী, এলডিপি নেতা মো: মোসলেম খান, আলহাজ্ব জয়নাল আবেদীন ছিদ্দিকী ভুট্টো, আওয়ামীলীগ নেতা জাবেদ মো: গউস মিল্টন, শাহেদ কাজেমী, গাজী মো: সালাউদ্দিন, আবুল কালামের ভাই আবু বক্কর, মেম্বার আবু তালেব খান চৌধুরী, নজরুল ইসলাম খান, আনিসুর রহমান খান চৌধুরী, মাহবুব আলম, শাহ আলম, সমাজ সেবক আবুল কালাম, আলহাজ্ব আলা উদ্দিন, আবদুল মজিদ, এডভোকেট আশকর আলী, মাস্টার নুরুল হোসেন, সাংবাদিক এস কফিল, এম এ রাজ্জাক রাজ ও এস এম রহমান।

আয়োজকদের মধ্যে খেলা তত্বাবধান করেন জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন খান, ইলিয়াছ, জাহেদুল আলম, আবদুল মালেক, রফিক উদ্দিন, মহিউদ্দিন পান্না, জেবল হোসেন, নাজিম উদ্দিন, মোহাম্মদ আনিস, হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, অসিউর রহমান, ফিরোজ হোসেন প্রমুখ।

খেলায় ২-০ গোলে কেশুয়া খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়ে বাঁশখালী বানীগ্রাম-তুলাতলী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সাঈদ। খেলা পরিচালনা করেন রেফারি ফরহাদ হোসেন, এম এ সালাম ও দীপক মুৎসুদ্দী। খেলায় ধারা বর্ণনা করেন সরওয়ার কামাল, মাস্টার আবদুল মান্নান আজাদ ও শাহ আলম। নাইজেরিয়ার খেলোয়াড় কলিন্স ও মাহদী, আরামবাগের সাবেক অধিনায়ক ইউনুস, সাঈদ, বাতু, মিঠু প্রমুখ নৈপুন ও শৈল্পিক খেলা দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানার্স আপসহ প্রায় ৩০টি পুরষ্কার ও নগদ অর্থ বিতরণ করেন। এ টুর্নামেন্টে মোট ৩২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.