নেপালে বাস খাদে পড়ে ৩০ জনের মৃত্যু

0

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় রাসুওয়া জেলার পার্বত্য রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৩৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসি।

রাসুওয়া জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা শিভা রাম গেলাল জানান, রাজধানী কাঠমান্ডু থেকে ছেড়ে আসা বাসটি চিলিমি গ্রামে যাচ্ছিল। কাঠমান্ডুর ৮০ কিলোমিটার উত্তরে রাসুওয়া জেলার পার্বত্য রাস্তায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল এবং এর ছাদেও যাত্রী ছিল বলে নিশ্চিত করেছেন শিভা।

তবে কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ি ঢাল বেয়ে ১৫০ মিটার নিচে পড়ে গেল, তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

উল্লেখ্য, মাধেসি জনগণের ডাকা অবরোধে নেপালে দেশব্যাপী জ্বালানি সংকটের সৃষ্টি হয়েছে। এ কারণে দেশটির রাস্তাগুলোতে অল্প সংখ্যক বাস চলাচল করছে। তাই সেগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করতে হচ্ছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের মত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.