চবিতে ভুয়া ছবি সত্যায়িতকারীকে আটকের পর জরিমানায় মুক্তি

0

শিক্ষাঙ্গণ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (সম্মান) সমাজ বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন দুই ভুয়া ছবি সত্যায়িতকারীকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ । পরে তাদেরকে আড়াই হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

হাটহাজারী সার্কেলের এএসপি মো. মশিউদ্দৌলা রেজা জানান, তারা দুইজন ভুয়া সিল দিয়ে ভর্তি পরীক্ষার্থীদের ছবি সত্যায়িত করছিল। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তবে তিনি আটকদের নাম জানাতে পারেন নি।

এএসপি রেজা আরো জানান, আটক দু’জনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছেন আদালত ।

চবিতে বুধবার ২০১৫ -১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে সকাল সাড়ে ১০টায় ‘ডি-১-২’ ইউনিটের এবং বিকাল আড়াইটায় ‘ডি-৩’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.