শালির জামাইকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

0

চট্রগ্রাম অফিস: চট্টগ্রামে চাচাতো শালিকার জামাইকে ছুরিকাঘাত করে হত্যার দায়ে ফয়সাল ইসলাম রাসেল (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মো. আইয়ূব খান জানান, ২০১৩ সালের ৫ অক্টোবর নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সামনে ফয়সাল ইসলাম রাসেল তার ভায়রা ওহিদুন নবী শাহীনকে (২৯) ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত শাহীন সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের কম্পিউটার ইয়াং নামে একটি দোকানের মালিক ছিলেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, খুনের ছয় মাস আগে দণ্ডিত রাসেলের শ্যালিকা শাহীনকে পালিয়ে বিয়ে করেন। বিষয়টি পারিবারিকভাবে তারা মেনে নেননি। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে ঝগড়াও হয়। ২০১৩ সালের ৫ অক্টোবর বিকেলে রাসেল শাহীনের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে আকস্মিকভাবে ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায়।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকি ইবনু মিনান বলেন, ওই ঘটনায় মামলা দায়েরের পর সেটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণা শেষে রাসেলকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিহত শাহীন সন্দ্বীপ উপজেলার কাচিয়া পাড়ার মুজতবা আলী সেরাং বাড়ির জনৈক মো. ইব্রাহিমের ছেলে। শাহীন হালিশহর আবাসিক এলাকার আই-ব্লকের সোহাগ বিল্ডিংয়ে পরিবারের সঙ্গে বসবাস করতেন। অপরদিকে, দণ্ডিত রাসেল রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.