সিভাসুতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিপরীক্ষা ৭ নভেম্বর

0

শিক্ষাঙ্গণ : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

বুধবার সিভাসুর জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ভর্তি পরীক্ষা একযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.cvasu.ac.bd পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মীর্জা ফারুক ইমাম বলেন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল একই দিন (৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডে পাওয়া যাবে।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি এবং ফিশারিজ- এই তিন অনুষদে মোট ২১০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.