চট্রগ্রামে আসছেন মৌসুমী

0

সিটিনিউজবিডি : চট্রগ্রাম নগরীর ডিসি হিলে আসছেন চিত্র নায়িকা মৌসুমী। শুক্রবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মৌসুমী আরএফএলের পানি বিশুদ্ধকরণ উপকরণ ‘ড্রিংকইট’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রাণ আরএফএল গ্রুপের সহকারী ম্যানেজার (বিপণন) তৌহিদুজ্জামান জানান, অনুষ্ঠান সফল করতে মঞ্চ ও ডিসি হিল সাজানো থেকে শুরু করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন এরএফএলের পরিচালক আর এন পল।

তিনি জানান, নেদারল্যান্ডসের ন্যানো টেকনোলজি ব্যবহার করে উৎপাদিত ‘ড্রিংকইট’ ওয়াটার পিউরিফায়ারে প্রতি ঘণ্টায় চার-পাঁচ লিটার পানি বিশুদ্ধ করা যাবে। একটি ওয়াটার পিউরিফায়ার কিট দিয়ে টানা দুই বছর বা সাত হাজার লিটার পানি পরিশোধন করা যাবে। এ ছাড়া ড্রিংকইটের লাইফ ইন্ডিকেটর দিয়ে ব্যবহারকারীরা পিউরিফায়ার কিটের কার্যকারিতা জানতে পারবে।

ড্রিংকইটে রয়েছে চার স্তরের পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। এর মাধ্যমে ব্যাকটেরিয়া, টারবিডিটি, প্রোটোজোয়া, লৌহ জাতীয় পদার্থ ও ভারী ধাতু দূর করে পানি করবে পরিপূর্ণ বিশুদ্ধ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.