বাংলাদেশ ২২৮/৪, ওভার ৪৪

0

স্পোর্টস ডেস্ক : সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ৪৪ ওভারের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২১৬ রান।

অর্ধশতক তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। তার সঙ্গে অপর প্রান্তে আছেন সাব্বির রহমান।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। তামিমের সঙ্গে ইনিংসের সূচনা করতে নামা লিটন দাস কোনো রান না করেই জিম্বাবুয়ের পেসার লুক জংয়ের করা ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে গ্রায়েম ক্রিমারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

এরপর ইনিংসের নবম ওভারে স্বাগতিকদের দ্বিতীয় উইকেটের পতন হয়। জিম্বাবুয়ের পেসার টিনাশে পানিয়াঙ্গারার করা ওই ওবারের তৃতীয় বলে বোল্ড আউট হয়ে বিদায় নেন মাহমুদুল্লাহ। তিনি করেন ৯ রান।

এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে দলীয় সগ্রহে ৭০ রান যোগ করেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ইনিংসের ২৪তম ওভারে তামিমকে সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙ্গেন জিম্বাবুয়ের স্পিনার সিকান্দার রাজা। জংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তামিম ৩টি চার ও দুটি ছয়ের সাহায্যে ৬৮ বলে ৪০ রান করেন।

ইনিংসের ২৮তম ওভারের পঞ্চম বলে সিকান্দার রাজার বলে স্ট্যাম্পিং হয়ে সাকিব আল হাসান সাজঘরে ফিরলে বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন হয়। সাকিব করেন ১৬ রান।

এরপর পঞ্চম উইকেট জুটিতে সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে আবারও প্রতিরোধ গড়ে তোলেন মুশফিক। এখন পর্যন্ত এ জুটির সংগ্রহ ৯২ রান।

শনিবার দুপুর ১টায় ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। এর আগে বেলা সাড়ে ১২টায় টস অনুষ্ঠিত হয়। টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শুরু করে জিম্বাবুয়ে। ওই ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা সফরকারীরা প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে যেতে চায়।

অন্যদিকে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে থাকার বিষয়ে প্রত্যয়ী টাইগাররাও। ফলে শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটে জমজমাট একটি ম্যাচের প্রত্যাশা করতেই পারেন সমর্থকরা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন

জিম্বাবুয়ে দল: চামু চিবাবা, রিচমন্ড মুতুমবামি, ক্রেইগ আরভিন, শ্যেন উইলিয়ামস, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা, লুক জংয়ে, গ্রায়েম ক্রিমার, টিনাশে পানিয়াঙ্গারা, তাউরাই মুজারাবানি ও ম্যালকম ওয়ালার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.