চট্টগ্রামে তিন ভুয়া ডাক্তারকে জরিমানা

0

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে তিন চিকিৎসককে জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। তারা হলেন-সুজন দেবনাথ, মোস্তাফা কামাল ও প্রদীপ কান্তি দাশ।

শনিবার নগরীর পাহাড়তলী থানার অলঙ্কার এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, কোনো প্রকার মেডিকেল ডিগ্রি না থাকার পরও ভুয়া ডাক্তার পদবি ব্যবহারের দায়ে সাগরিকা মুরগীর ফার্ম এলাকার সুজন দেবনাথ, মোস্তফা কামাল ও প্রদীপ কান্তি দাশকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের চোখকে ফাঁকি দিয়ে ডাক্তার পদবি ব্যবহার করে আসছিল। এতে মানুষের উপকারের চেয়ে অপকারই বেশি হয়েছে। পরে তারা ভুল স্বীকার করে। যে কারণে তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরো জানান, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন- ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী ন্যুনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকলে ডাক্তার পদবি লেখা যায় না। আইন অমান্য করার অপরাধে বিভিন্ন ধারায় তিনজনকে জরিমানা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.