ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

0

শিক্ষাঙ্গণ: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cvasu.ac.bd  ও নোটিস বোর্ডে ফলাফল পাওয়া যাবে।

আজ শনিবার বেলা ১১ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ৪২০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৮১ জন অংশগ্রহণ করেছে। এবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদ এবং ফিশারিজ অনুষদে মোট ২১০ আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে। এর মধ্যে ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৮৫ জন, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদে ৭০ জন এবং ফিশারিজ অনুষদে ৫৫ জন।

আগামী ৩০ নভেম্বর ও ০১ ডিসেম্বর ২০১৫ মেধা তালিকা হতে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে। আসন শূণ্য থাকা সাপেক্ষে ১ম অপেক্ষমান তালিকা হতে ০২ ডিসেম্বর ছাত্র-ছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.