বাজারে কুইকু ব্যান্ডের স্মার্টফোন টেররা ৮০৮ ও ৮১০

0

তথ্যপ্রযুক্তি ডেস্ক :: চীনের মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান কুইহো ভারতের বাজারে কুইকু ব্যান্ডের দুইটি স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনা করেছে। ফোনটি দুইটির মডেল, টেররা ৮০৮ এবং ৮১০।

কুইকু মূলত কুইহো এবং কুলপ্যাড যৌথভাবে নির্মিত ফোন। এই ফোন দুইটি চীনের বাজারে জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি চীনে ৩৫ হাজার ইউনিট হ্যান্ডসেট বিক্রি করেছে।

কুইকু ব্যান্ডের ফোন দুইটির ডিসপ্লে ৬ ইঞ্চির। এদের মধ্যে টেররা ৮১০ ফোনটিতে থাকছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। অন্যদিকে টেররা ৮০৮ এ থাকছে ৩জিবি র‌্যাম এবং ১৬ জিবি মেমোরি স্টোরেজ।

উভয় ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে সনির ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরায় থাকছে এফ/১.৮ অ্যাপারচার। ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোন দুইটিতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে। ব্যাটারি ৩৭০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

ফোন দুইটি অ্যানড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমের পরিবর্ধিত ভার্সন ৩৬০ ওস চালিত।

ফোন দুইটির দরদাম এখন জানা যায়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.