সৌদিতে ৫০টি নামের উপর নিষেধাজ্ঞা

0

মোরশেদ রানা, সৌদি আরব  :   সৌদি আরবে ইসলামিক সংস্কৃতি ও ধর্মীয় বিবেচনায় ৫০টি নাম রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

স্থানীয় গণমাধ্যম এই খবর প্রচার করেছে। এই নিষেধাজ্ঞার ফলে পছন্দের হলেও বা ইচ্ছা থাকলেও সৌদি আরবের নাঘরিকরা  তাদের সন্তানদের অনেক নামই রাখতে পারবেন না। নিষেধাজ্ঞা অধীনের নামগুলোর মধ্যে লিন্ডা, অ্যালিস, ইলাইনি, বেনিয়ামিন(আরবি বেঞ্জামিন) যেমন রয়েছে, তেমনি রয়েছে সামাউ( জনাব বা মাননীয়,)  মালেক (রাজা) ও মালিকা(রানি) ইত্যাদির  এর মতো নাম।

নিষিদ্ধি তালিকার কিছু নাম অ-আরবি বা  পরস্পরবিরোধী এবং সৌদি সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় তা নিষিদ্ধ করা হয়। আর কিছু নাম বিদেশী বলে গণ্য বা সৌদিতে ‘অনুপযুক্ত’ বলে নিষেধাজ্ঞার আওয়াতায় আনে সৌদি মন্ত্রণালয়।

অ-আরবি বা অনৈসলামী বা বিদেশী কারণে যেমন কিছু নাম নিষিদ্ধ করা হয়েছে। এবং  সৌদি রাজবংশীয় নামের কারণে কিছু নাম নিষিদ্ধ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.