একনেকে ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

0

অর্থবাণিজ্য ডেস্ক : দেশের পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
এ প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৬ হাজার ২৫০ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ২ হাজার ৬৭২ কোটি ৪৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৩ হাজার ৫৭৮ কোটি ১৩ লাখ টাকা ব্যয় করা হবে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে প্রেস ব্রিফংয়ে এ সব কথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.