‘পরেরবার সুযোগটা যেন হাতছাড়া না করে’

0

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে গায়ে জার্সি জড়িয়ে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ইমরুল কায়েস। নিজের কামব্যাক ম্যাচে যতটুকু পেয়েছেন ততটুকুতেই সন্তুষ্ট থাকার কথা বাঁহাতি এই ওপেনারের। কিন্তু আক্ষেপে পুড়ছেন তিনি। হাফসেঞ্চুরি সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেননি বলে আফসোস করেছেন খুলনার এই তারকা।

ইমরুলের থেকেও বেশি কষ্ট পেয়েছেন দলপতি মাশরাফি বিন মর্তুজা। ড্রেসিং রুমে বসে ইমরুলের সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু ৭৬ রানে ইমরুল আউট হয়ে যাওয়ার পর খানিকটা রেগে গিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস! একে তো ইমরুলের পর ব্যাটসম্যান বলতে ছিলেন নাসির হোসেন। অন্যদিকে সেঞ্চুরি মিস! তাইতো ইমরুলকে সতর্ক করে দিয়েছেন তিনি।

মাশরাফি সোমবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘ইমরুল ফিরে এসেছে, এই ইনিংসটায় স্বস্তি পাবে। পাশাপাশি এটাও চাইব, পরেরবার এই অবস্থায় থাকলে যেন সেঞ্চুরি করে। যে সময়টায় আউট হয়েছে, ওর সামনেই বলছি আমরা চাইনি তখন ও আউট হোক। নাসির ছাড়া পরে আর কোনো ব্যাটসম্যান ছিল না। আশা করি, পরেরবার সুযোগটা যেন হাতছাড়া না করে।’

ইমরুল ধারাবাহিকভাবে ভালো করলেও সৌম্য সরকারের সঙ্গে প্রতিযোগিতা চলে আসবে। বিষয়টি যতটা উপভোগ্য ততটাই রোমাঞ্চকর। প্রত্যেকেই চাইবে একজনকে টপকে শীর্ষে যেতে। দলে জায়গা পেতে। তবে এরকম কোনো কিছু হবে না সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন মাশরাফি। এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘সবারই দায়িত্ব পারফর্ম করা। এটাই বাস্তবতা। সৌম্য না থাকায় ইমরুল ফিরে রান করেছে। এটা ওদের দুজনের জন্য যেমন ভালো, দলের জন্যও ভালো। সৌম্য যখন ফিরবে, আমি অবশ্যই বলব, সেটা চাপ হবে না। কারণ আমরা খুব ভালো ইউনিট হিসেবে সবাই পরস্পরের সাফল্য উপভোগ করব।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.