এমপি বদির বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে

0

সিটিনিউজবিডি : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির দুর্নীতির মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা চলতে আর কোনো বাধা নেই।

বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে বদির পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন এ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে, ১ অক্টোবর দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্চ করে বদির দায়ের করা একটি রিট খারিজ করে দেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদারের আদালতে এমপি বদির বিরুদ্ধে দুদকের করা মামলাটির বিচার কার্যক্রম চলছে। ৮ সেপ্টেম্বর আবদুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

গত বছর ২১ আগস্ট দুদকের উপ-পরিচালক আবদুস সোবহান ঢাকার রমনা থানায় এমপি বদির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া এবং ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.