শ্রমবাজারে ধস- রিক্রটিং এজেন্সীগুলো বন্ধ

0

জুবায়ের সিদ্দিকী/মোর্শেদ রানা : বাংলাদেশের জনশক্তি রফতানি খাতে সবচেয়ে অস্থির সময় চলছে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার গুলো দীর্ঘদিন ধরে বন্ধ। এসব বন্ধ বাজারগুলো নতুনভাবে খোলার চেষ্টা হলেও সফল হয়নি। উপরন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ দীর্ঘমেয়াদী সহিংস যুদ্ধে রূপ নেয়া, নিজস্ব জনশক্তিকে কাজে লাগানো, কুটনৈতিক ব্যর্থতা নিয়ে অনিশ্চয়তাকে আরো বাড়িয়ে তুলেছে।

এছাড়া নতুন শ্রমবাজার খোঁজার উদ্যেগ নেয়া হলেও তা সফলতার মুখ দেখেনি। এ অবস্থায় দেশের প্রায় ১০০০ রিক্রটিং এজেন্সীর মধ্যে গোটা পঞ্চশেক বাদে বাকিগুলো কর্মহীন হয়ে পড়েছে। বলতে গেলে দেশের নির্ভরযোগ্য ও বৃহত্তম শ্রমবাজারগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় এখাতে ধষ পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার ছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত, ইরাক, লিবিয়াসহ মধ্যপ্রচ্যের অন্যান দেশ। এসব প্রতিটি দেশে এক সময় প্রায় ১ লক্ষ লোক বছরে কর্মসংস্থানের সুযোগ হতো। বর্তমানে ১৬০টি দেশে জনশক্তি রপ্তানী করছে বাংলাদেশ। কিন্তু মধ্যপ্রাচ্যের এসব দেশসহ মাত্র ২০টি দেশে যে সংখ্যক কর্মী যায়। তার ২০ ভাগের একভাগও যাচ্ছেনা অন্যান্য ১৪০টি দেশে।

বিগত ৭ বছর ধরে সৌদি আরব ও মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ। তিন বছর ধরে আমিরাতের বাজার বন্ধ। ইরাক ও লিবিয়াতেও বন্ধ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.