অনলাইন বিক্রেতা আলিবাবা প্রথম ঘণ্টায় ৩৯০ কোটি ডলার বিক্রি

0

সিটিনিউজবিডি  :  প্রথম ঘণ্টায় ৩৯০ কোটি মার্কিন ডলারের পণ্য বিক্রি করেছে অনলাইন বিক্রেতা বিশ্বের সবচেয়ে জমজমাট অনলাইন কোম্পানি আলিবাবা।

প্রতিবছর ১১ নভেম্বর এ কেনাকাটার দিন আয়োজন করা হয়। এ কারণে দিনটি সিঙ্গেলস ডিজিট বা ডাবল ইলেভেন নামেও পরিচিত। আজ বুধবার সকালে আলিবাবা বিষয়টি জানিয়েছে।

গত বছর একই দিন বিক্রি হয়েছিল ২০০ কোটি মার্কিন ডলারের পণ্য। চীনের খুচরা বিক্রেতাদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ। অনলাইন বিক্রেতা কোম্পানি আলিবাবা জানিয়েছে, প্রথম মিনিটে তারা ১০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ পণ্য বিক্রি করেছে।

কোম্পানিটির সংবাদভিত্তিক ওয়েবসাইট আলিজিলার সর্বশেষ খবরে বলা হয়েছে, এরই মধ্যে তারা মোট ৬৫০ কোটি মার্কিন ডলারের ব্যবসা করেছে। এ বছর তারা নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কেনাকাটার দিনটি সাইবার মনডে নামে পরিচিত। কেনাকাটা প্রতিষ্ঠান কমস্কোর বলছে, এদিন যুক্তরাষ্ট্রের ১৩৫ কোটি ডলার বিক্রি হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.