তামিম আউট, বাংলাদেশ ১৭৩/২

0

স্পোর্টস ডেস্ক :: প্রাণ আপ ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। ৩৪.২ ওভারে ক্রেমারের বলে স্ট্যাম্পিংয়ে শিকার হয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (৭৩)। এর আগে ৭০ বল খেলে ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক করেন তিনি। ২ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১৭৩ রান। ক্রিজে আছেন লিটন দাস ও মুশফিকুর রহিম।

ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার দুপুর ১টায় খেলাটি শুরু হয়। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি-বিন মুর্তজা।

ইনিংসের ২৯.৩ ওভারে সিকান্দার রাজার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস (৭৩)। এর আগে ৭৬ বল খেলে ক্যারিয়ারের ১২তম অর্ধশতক করেন তিনি। এছাড়া তাকে সঙ্গে নিয়ে উদ্বোধনীতে ১৪৭ রানের জুটি গড়েন তামিম।

প্রথম ওডিআইতে জিম্বাবুয়েকে ১৫৪ রানে হারিয়েছে টিম টাইগার। ওই ম্যাচে ১০৭ রান করেছিলেন মুশফিকুর রহিম। এছাড়া বল হাতে ৫ উইকেট নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ওডিআইতে তার সেরা কৃতিত্ব এটি। দ্বিতীয় ম্যাচে অতিথিদের ৫৮ রান হারিয়েছে স্বাগতিকরা।

প্রথম ও দ্বিতীয় ওডিআইয়ের মতো আজকের ম্যাচেও আম্পায়ারের দায়িত্ব পালন করছেন পাকিস্তানের আলিম দার। তার সঙ্গে আজ মাঠে আছেন বাংলাদেশের সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। গত ম্যাচে তিনি রিজার্ভ আম্পায়ার ছিলেন।

প্রথম ম্যাচের মতো আজকে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন এনামুল হক। গত ম্যাচে মাঠে আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। প্রথম দুইদিনের মতো আজও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন ভারতের সাবেক ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ। আজকের ম্যাচে রিজার্ভ আম্পায়ার হিসেবে রয়েছেন বাংলাদেশের আনিসুর রহমান।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসাইন, মাশরাফি-বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, আল-আমিন হোসাইন এবং মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে স্কোয়াড: চ্যামু চিভাভা, রেগিস চ্যাকাভা, ক্রিগ এরভাইন, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, এলটন চিগুম্বুরা (অধিনায়ক), লুকে জংওয়ি, গ্রাইম ক্রেমার, তিনাশি পানিয়াঙ্গারা, তাউরি মুজারাবানি এবং ম্যালকম ওয়ালার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.