জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথমবর্ষ ভর্তির ফল প্রকাশ

0

শিক্ষাঙ্গণ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির মেধাক্রম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে আবেদনকারীদের এসএমএস এর মাধ্যমে ফলাফল জানার সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

সএমএস এর মাধ্যমে ফলাফল জানতে লিখতে হবেঃ NU<space>ATHN<space>Admission Roll No
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

(এখানে, NU= National University. ATHN= Admission Test Honours. Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর।)

ভর্তি পদ্ধতিঃ এবছর পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে।
জিপিএ স্কোর বের করার নিয়মঃ
এসএসসি ৪০%
এইচএসসি ৬০%
(এসএসসি প্রাপ্ত জিপিএ ৮ এবং এইচএসসি প্রাপ্ত জিপিএ ১২ দিয়ে গুন করে মেধা স্কোর বের করতে হবে) ৪র্থ বিষয় সহ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.