নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ

0

সিটিনিউজবিডি : সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার দুপুর আড়াইটার পর কড়া নিরাপত্তায় পুলিশ লাইনস থেকে তাকে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নূর হোসেনের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ ২৩টি মামলার মধ্যে ১৩টিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ১৩ মামলায় তাকে আদালতে তোলা হয়।

এর আগে বৃহস্পতিবার ভারত থেকে হস্তান্তরের পর, বেনাপোল সীমান্ত থেকে কঠোর নিরাপত্তায় নূর হোসেনকে শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকার উত্তরার র‌্যাব-১ কার্যালয়ে আনা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশ ও মামলার তদন্তকারী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর সকাল সোয়া ৮টার দিকে নূর হোসেনকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা নূর হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.