কঠোর অবস্তানে সরকার

0

জুবায়ের সিদ্দিকী : দেশী-বিদেশী নানা চাপের মুখেও কঠোর অবস্থানে সরকার। সাম্প্রতিক কয়েকটি গুপ্ত হত্য ও হামলাকে সরকার উৎখাতের ষড়যন্ত্র মনে করেছেন আওয়ামীলীগের হাইকমান্ড। পশ্চিমা একটি প্রভাবশালী জোট ও একটি দেশ জড়িত রয়েছে বলে তাদের ধারনা।

বিদেশী হত্যা, পুলিশ হত্যা, পুলিশের উপর আক্রমন, প্রকাশক হত্যা ও তাজিয়া মিছিল হামলায় ঘটনায় সরকার চাপে পড়লেও ক্ষমতাসীন দল বলছে এসবে মধ্যবর্তী নির্বাচন দলীয় যোগসূত্র রয়েছে। তাদের যুক্তি হিসাবে সামনে নিয়ে আসা হচ্ছে ঠিক কিন্তু একই সময়ে বিএনপি চেয়ারপার্সনের সংলাপের প্রস্তাব ও সর্বদলীয় বৈঠকের প্রস্তাব।

এ অবস্তায় সরকার কঠোর অবস্তানে থেকে সবকিছু মোকাবেলা করছে এবং সফলও হচ্ছে। উল্লেখ্য একটি মহল শান্ত পরিবেশকে উত্তপ্ত করে পরিস্তিতি ঘোলাটে করার অপপ্রয়াস চালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে হার্ডলাইনে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.