বাংলাদেশিদের তথ্য জানতে প্যারিসে হটলাইন চালু

0

সিটিনিউজবিডি  :   প্যারিস দেশটিতে অবস্থান করা বাংলাদেশিদের সম্পর্কে তথ্য জানতে হটলাইন চালু করেছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস। হটলাইন নম্বরটি হলো- 0033146519033।

শনিবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়া আলম তার ফেসবুকে পেজে দেওয়া স্ট্যাটাসে বাংলাদেশিদের ওই হটলাইনে যোগাযোগ করতে বলেন।

এর আগে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের  উপপরিচালক মো. কামরুজ্জামান ভূইয়া  জানান, প্যারিসে হামলায় কোনো বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেনি। আর ফ্রান্সে অবস্থান করা স্বজনদের সম্পর্কে তথ্য জানতে নিচের হটলাইনে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশিরা। নম্বরগুলো হলো- +৩৩১৪৬৫১৯০৩৩। এছাড়া টিএম রেজা +33 6 51 36 02 22  (মোবাইল) এবং  ওয়াহিদ ভার তাহের +33614497095 (মোবাইল)।

এর আগে দুপুরে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার জেনারেল হযরত আলী খান জানান, ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের জরুরি অবস্থার মধ্যে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া যে কোনো প্রয়োজনে দূতাবাসের হেল্প লাইন (01 46 51 88 44) নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.