দুদকের আপিলেও মঞ্জুর খালাস

0

সিটিনিউজবিডি : সম্পদের হিসাব-সংক্রান্ত দুর্নীতি মামলায় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাজা বাতিলের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল আবেদন খারিজ করে এই আদেশ দেন।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে প্রায় দুই কোটি ১০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় তাকে কারাদণ্ড দেন নিম্ন আদালত। পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০১০ সালে মঞ্জুর সাজা বাতিল করেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক। হাইকোর্টের রায় বহাল রেখে ওই আপিলের রায় ঘোষণা হলো আজ।

আজ আপিলের রায়ের সময় দুদকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে ছিলেন রোকনউদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.