সড়ক মেরামতের দাবিতে পদযাত্রা

0

প্রেস রিলিজ  :  পশ্চিম পটিয়া-কর্ণফুলী-আনোয়ারা-বাঁশখালী-চন্দনাইশ পিএবি- পশ্চিম পটিয়া-কর্ণফুলী-আনোয়ারা-বাঁশখালী-চন্দনাইশ কেএসি, চট্টগ্রাম-পশ্চিম পটিয়া-কর্ণফুলী-আনোয়ারা-বাঁশখালী-চন্দনাইশ সড়ক মেরামতের দাবিতে ১৪ নভেম্বর’১৫ শনিবার চট্টগ্রাম অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। সকাল ৮টায় চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজ সংলগ্ন ধামাইরহাট থেকে পদযাত্রা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
পায়ে হেঁটে গবেষণা সংস্থা মানুষের ঠিকানার নির্বাহী পরিচালক সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও কৃষক লীগ নেতা মোহাম্মদ নূর হোসেন বরমা, শেবন্দী, সাতঘাটিয়া, মৌলভীবাজার, বরকল ব্রীজ, তেকোটা, মালঘর, সৈয়দকুসাইয়া, জয়কালী হাট, আনোয়ারা সদর, শোলকাটা হাসপাতাল, কালাবিবির দীঘি, চাতরী চৌমুহনী, মিয়ার হাট, বড়উঠান, দৌলতপুর, শাহমীরপুর, ফাজিলখাঁর হাট, ফকিরনীর হাট, ক্রসিং, শিকলবাহা কলেজবাজার, মইজ্জ্যার টেক, কর্ণফুলী শাহ আমানত সেতু, চাক্তাই, পাথরঘাটা, আছদগঞ্জ, লালদীঘি, আন্দরকিল্লা, ডিসি হিল, চেরাগী পাহাড় হয়ে জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাব গিয়ে রাত সাড়ে ৮টায় কর্মসূচি শেষ হয়।
উল্লেখ্য, এ কর্মসূচি কোন রাজনৈতিক নয়। কোন সংগঠনের পক্ষে বা বিপক্ষে নয়। শুধুমাত্র কাজের দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গণমানুষের কষ্ট লাঘবের জন্য সচেতনতা সৃষ্টি। উল্লেখযোগ্য যে, আগে বরমা থেকে পাবলিক বাসযোগে চট্টগ্রাম যেতে সময় লাগত সোয়া ১ ঘন্টা। এখন সড়কের অবস্থা বেশি খারাপ হওয়ায় এখন সময় লাগে ২.৫ থেকে ৩ঘন্টা। যানবাহন ও যাত্রী উভয়েরই ক্ষতি হচ্ছে।
সকাল ৮টায় পদযাত্রা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বরমা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, বরমা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফরিদুল আলম কুতুবী, বরমা হাই স্কুলের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন, এলডিপি নেতা মোসলেম খান, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক তালুকদার, বিএনপি নেতা আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার, জামায়াত নেতা মাওলানা নুরুল হক, যুবলীগ নেতা আলহাজ্ব এস এম সেলিম, ইসলামী ফ্রন্ট নেতা এম এ মতিন, ইউপি মেম্বার আবু জাফর, এনজিও ব্যক্তিত্ব আনোয়ারুল ইসলাম ভেসফা, মাহমুদুল হক ওডেব, সমাজসেবক আমির খসরু জিয়া, বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন, সাবেক সেক্রেটারী আলহাজ্ব দিদারুল আলম বাবু, ডা. দেবাশীষ ধর রঘু, মাস্টার কল্যাণমিত্র বড়–য়া, মাস্টার জহুরুল আলম, মানুষের ঠিকানার সচিব রাজিব আচার্য্য, বরমা শেখ রাসেল স্মৃতি সংসদ আহ্বায়ক আসহাব উদ্দিন হিরু, সদস্য সচিব শাহদাত বিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরমান উদ্দিন রাজিব, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো: ছলিম উল্লাহ প্রমুখ।
এছাড়াও যাত্রাপথে সংহতি প্রকাশ করেন সাতঘাটিয়া পুকুর পাড়ে ব্যবসায়ী সমিতির সভাপতি রহিম উদ্দিন, সেক্রেটারী কমরেড সুবল দেব, কালিহাটে ব্যবসায়ী নেতা অলী আহমদ সওদাগর, যুবদল নেতা সাইফুল ইসলাম খান, ইউপি মেম্বার অমর কান্তি ভট্টাচার্য্য, ডা. সজল বৈদ্য, মৌলভী বাজারে আওয়ামী লীগ নেতা জাবেদ মো. গাউস মিল্টন, জাকের হোসেন কমরু, সাবেক মেম্বার শওকত আলম, কেশুয়ায় শহীদুল আলম বাবু, তেকোটায় সাবেক পোস্টমাস্টার নেছার আহমদ, মালঘরের জামাল উদ্দিন ও মুছা মেম্বার, জয়কালী হাটে ওডেব এর লাবণ্য মুৎসুদ্দী, হেলাল মিয়া, নাসরিন আক্তার ও মাস্টার মিন্টু শিকদার, আনোয়ারা কলেজের উপাধ্যক্ষ রিদোয়ানুল হকসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, আনোয়ারা সদরে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি সরোজ আহমদ ও গ্রীন ভিউ স্কুল শিক্ষকবৃন্দ এবং যুবলীগ নেতা টিপু মেম্বার ও আশিকুর রহমান রাশেদ, চাতরী চৌমুহনীতে সাংবাদিক নুরুল ইসলাম, খালেদ মনসুর ও আনোয়ারুল ইসলাম, শিকলবাহা কলেজ বাজারে থানা ওলামালীগ সভাপতি মাওলানা ইউনুস অহিদী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মো. ওসমান হোসাইন, আজাদুল ইসলাম, ইউনুস আহমদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.