সৌদিতে তৃতীয় স্থানে বাংলাদেশি হাফেজ

0

মোরশেদ রানাঃ   সৌদি আরবের পবিত্র মক্কায় নগরীতেঅনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন তৃতীয় স্থান অর্জন করেছেন।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) পবিত্র মক্কায় নগরীতে এই প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। বিশ্বের ৮০টি দেশের নবীন হাফেজদের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সৌদি আরবের হাফেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিত্র মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল। প্রধান বক্তা ছিলেন পবিত্র হারাম শরীফের সন্মানিত ইমাম শাইখ আব্দুর রহমান আল সুদাইস। জাঁকজমকপুর্ণ এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন মঞ্চে থাকা অতিথিরা।.
জানাযায়, বাংলাদেশি হাফেজ হেলাল উদ্দিন ঢাকার যাত্রাবাড়ীতে উত্তর দনিয়ার প্রখ্যাত হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন উপজেলার গোবরদি বয়রাগাদী (নুরপুর) গ্রামের বাশিন্দা বাবা হাফেজ মাওলানা মো. মঈনুদ্দীন ও মা আলেমা মারুফা হোসাইনের সন্তান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.