মওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকীতে অনুষ্টান পালিত

0

প্রেস বিজ্ঞপ্তি  : ১৭ নভেম্বর, মঙ্গলবার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় এই দিবস পালন উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা চট্টগ্রাম দোস্ত বিল্ডিংয়ে বিকাল ৩ টায় ভাসানী অডিটোরিয়ামে মহান নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও আগামী ২০ নভেম্বর, শুক্রবার বিকাল ৩টায় দোস্ত বিল্ডিং চত্বরে মজলুম জননেতার সংগ্রামী জীবন নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছেন। আলোচনায় অংশ গ্রহণ করবেন- ডক্টর আবুল কাশেম, সংগ্রামী জননেতা জোনায়েদ সাকী, ডক্টর মঞ্জুরুল আমিন চৌধুরী, অধ্যাপক জালাল আহমদ চৌধুরী, কমরেড নাসির উদ্দিন আহমদ নাসু এবং চট্টগ্রামের প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের ২ দিনের অনুষ্ঠানসূচীতে অংশ গ্রহণ করে সফল ও সার্থক করে তোলার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছেন সংগঠনের আহ্বায়ক ছিদ্দিকুল ইসলাম ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল গফ্ফার খান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.