আকাশ মেঘলা থাকতে পারে আরো দু-এক দিন

0

চট্রগ্রাম অফিস:: আকাশের উপরিভাগে মেঘমালা সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলাচ্ছন্ন থাকতে পারে। সেইসাথে দু-এক জায়গায় হালকা থেকে গুরিগুরি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ২১.ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার চট্টগ্রাম অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্র ছিলো ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।

উর্ধ্বকাশে মেঘমালা সৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন রয়েছে। আগামী দু-একদিন আকাশ এরকম মেঘলা থাকতে পারে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী।

চট্টগ্রাম অঞ্চলের নদী ও সমুদ্র অববাহিকায় সকালের দিকে হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.