বিএনপিতে আতঙ্ক ও হতাশা কাজ করছে

0

জুবায়ের সিদ্দিকী : রাজপথে আন্দোলন বন্ধ। রাজনীতির মাঠে কোন কর্মসূচি নেই। সংবাদ সম্মেলন, বক্তব্য-বিবৃতি, ঘরোয়া আলোচনা, কবরে ফুল দেয়া ও দোয়া মাহফিলেই সীমাবদ্ধ বিএনপির রাজনৈতিক কর্মসূচি। এরপরও দেশব্যাপী পুলিশের অভিযানে দলটির মাঠ পর্য্যায়ের নেতাকর্মীরা ঘরছাড়া। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে শত শত আটক হছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। বাদ পড়ছেন না কেন্দ্রিয় নেতারাও। জামিনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও এম. কে. আনোয়ারের জামিন বাতিল হয়েছে। তাদের অবস্তান কারাগারে।

দু’দফা সরকার বিরোধী আন্দোলন চলাকালীন গ্রেফতার নির্যাতনের ধবল কাটিয়ে ওঠার আগেই নতুন এই গ্রেফতারের খড়গ দলের বিপর্যস্ত সাংগঠনিক কর্মথেকে আরো দুর্বল করে দিয়েছে। ধরাপাকড়ের ফলে পৌরসভা নির্বাচনী প্রস্তুতি নেয়াতো দুরের কথা স্বাভাবিক জীবনযাপন করাই কঠিন হয়ে পড়েছে। বিএনপির নেতাকর্মীরা এখন আতঙ্কে। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ গনসংযোগ সহ প্রচারনা চালালেও বিএনপির প্রার্থীদের মধ্যে ভয় ও আতঙ্ক কাজ করছে। যৌথ বাহিনীর অভিযানে দুর্বল হয়ে পড়ছে নেতাকর্মীরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.