ফেসবুকের সঙ্গে বাংলাদেশের চুক্তির উদ্যোগ

0

ফরহান অভি, ঢাকা অফিস:: জঙ্গিবাদকে উৎসাহপ্রদান ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিরোধে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার। দেশে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রচারণা, নারীদের হয়রানি চলছে তা বন্ধ করতে সরকার ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাথে খুব দ্রুতই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনা এলাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত সরকার ফেসবুকের সঙ্গে চুক্তির একটি সুযোগ পেয়েছিল। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কনটেন্টের ব্যাপারে দায়মুক্তি চাওয়ায় তারা চুক্তি করেনি। আমরা কনটেন্টের ব্যাপারে ফেসবুককে দায়মুক্তি দিয়ে মানুষকে হয়রানির হাত থেকে রক্ষার উদ্যোগ নিব। একটি নারীর জীবনও আমরা বিপন্ন হতে দিব না।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, এ বছরের ১৬ ডিসেম্বরই ডট বাংলা ডোমেইন চালু করা হবে। কিন্তু যদি এ দিন বেশি কর্মসূচি থাকে তাহলে আগামী বছর ২১ ফেব্রুয়ারি আমরা এটি চালু করব।’

তারানা হালিম বিটিআরসিকে নকল হ্যান্ডসেট ও অবৈধ ভিওআইপি বিরোধী অভিযান চালু রাখার নির্দেশ দেন। মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়ের জন্য প্রতি সপ্তাহে একটি করে বৈঠকের কথাও জানান তিনি।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বিটিআরসির কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘বিটিআরসি’র কর্মকর্তারা এমন কোনো কাজে যুক্ত হবেন না যাতে মন্ত্রণালয় ও এই প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।’

বিটিআরসির নবনিযুক্ত চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসি দু’টি প্রতিষ্ঠানের উদ্দেশ্য এক। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেওয়া। আমাদের উদ্দেশ্য যেহেতু এক, তাই আমাদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.